গত 19 জুন 2022 তারিখে হোটেল লা মেরিডিয়ানে শুরু হওয়া BASIC TRAINING COURSE ON ASSISTANCE AND PROTECTION AGAINST CHEMICAL WEAPONS AND EMERGENCY RESPONSE TO CHEMICAL INCIDENTS শীর্ষ আন্তজাতিক প্রশিক্ষণ কোর্সের ফিল্ড এক্সারসাইজ আজ 22 জুন 2022 তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স মিরপুরে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসির একটি প্রতিনিধি দল ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম, পিএসসি, (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও অধ্যক্ষ জনাব বাবুল চক্রবর্তী মহোদয় সহ অনান্য কর্মকর্তা কর্মচারীবৃ্ন্দ।